ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম রয়্যালস বনাম ঢাকা ক্যাপিটালস: খেলাটি সরাসরি দেখুন

বিপিএলের নবম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের অন্যতম দুই ফেবারিট ঢাকা ক্যাপিটালস ও চট্টগ্রাম রয়্যালস। সিলেটের সবুজ পাহাড়বেষ্টিত নয়নাভিরাম আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্যে জয়ী হয়েছেন চট্টগ্রামের অধিনায়ক। কন্ডিশনের আর্দ্রতা ও উইকেটের সুবিধা কাজে লাগাতে তিনি ঢাকাকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন।

ঢাকার কৌশলী শুরু
ব্যাট হাতে ইনিংসের সূচনা করতে নেমে ঢাকা ক্যাপিটালস শুরু থেকেই বেশ হিসেবি ব্যাটিং করছে। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ঢাকা ০.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ২ রান সংগ্রহ করেছে। চট্টগ্রামের বোলাররা নতুন বলে সুইং আর বাউন্স দিয়ে ব্যাটারদের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করলেও ঢাকার ওপেনাররা বড় ইনিংসের লক্ষ্য নিয়ে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

দর্শকঠাসা গ্যালারিতে উৎসবের আমেজ
সিলেট পর্বের এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় দর্শকদের মধ্যে দেখা গেছে অভূতপূর্ব সাড়া। গ্যালারিতে তিল ধারণের জায়গা নেই, আর চারদিকে উড়ছে প্রিয় দলের পতাকা। দেশি তারকাদের পাশাপাশি বিদেশি বিগ হিটারদের উপস্থিতি ম্যাচের রোমাঞ্চ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। মাঠের লড়াই এখন কোন দিকে মোড় নেয় ঢাকা কি রানের পাহাড় গড়বে নাকি চট্টগ্রামের বোলিং তোপে অল্পতে থামবে তা দেখতে এখন অধীর আগ্রহে প্রহর গুনছে ক্রিকেটপ্রেমীরা।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন