ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা আব্বাসের ছেলের সম্পদ বাবাকে ছাড়ালো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-০৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নহলফনামা জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসহলফনামা অনুযায়ী, তিনি নিজে ৫৩ কোটি ১৬ লাখ টাকার সম্পত্তির মালিক হলেও তাঁর ছেলে মির্জা ইয়াসির আব্বাসের সম্পদের পরিমাণ প্রায় ৬৬ কোটি ৬৪ লাখ টাকা, যা বাবার চেয়ে প্রায় ১৩ কোটি বেশি।

মির্জা আব্বাসের হাতে নগদ রয়েছে পৌনে ৪ কোটি টাকা এবং ব্যাংকে ৭১ লাখ ৪৩ হাজার টাকা। স্ত্রী আফরোজা আব্বাসের হাতে নগদ ১ কোটি ১০ লাখ টাকা এবং ব্যাংকে ৭ লাখ ৫৬ হাজার টাকা জমা রয়েছে। দুজনের স্থায়ী আমানত (এফডিআর) মিলে ৩ কোটি ৬৮ লাখ টাকা ছাড়িয়েছে।

ব্যবসায়িক ক্ষেত্রে মির্জা আব্বাসের বড় বিনিয়োগ ব্যাংকিং খাতে। তাঁর নামে ঢাকা ব্যাংকের শেয়ার ৫১ কোটি ৭৯ লাখ টাকা, স্ত্রী আফরোজার নামে ৩১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার রয়েছে। গাড়ি, স্বর্ণ ও আসবাবপত্রসহ সম্পদের মূল্য প্রায় ৩ কোটি টাকা। জমি ও ফ্ল্যাট মিলিয়ে তিনি ১ কোটি ১২ লাখ টাকার সম্পত্তির মালিক।

বার্ষিক আয় ৯ কোটি ২৬ লাখ টাকা, এবং তিনি ৩ কোটি ৫৫ লাখ টাকা আয়কর দিয়েছেন। তার স্ত্রী ও দুই সন্তানদের সম্পদের পরিমাণ যথাক্রমে ২০ কোটি, ৬৬ কোটি ও ৬ কোটি টাকার বেশি।

হলফনামা অনুযায়ী, মির্জা আব্বাস ও তার স্ত্রীর নামে প্রায় ২৫ কোটি টাকার ঋণ রয়েছে। শিক্ষাগত যোগ্যতায় স্নাতক হলেও তার বিরুদ্ধে বর্তমানে ৩২টির মতো মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন