বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তার চিন্তাধারা, দর্শন ও আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের পথ দেখাবে। তিনি সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন, তবে তার রেখে যাওয়া আদর্শই জাতিকে সামনে এগিয়ে নেবে।
শুক্রবার সকালে চট্টগ্রামের প্যারেড মাঠে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জন্য শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ শোক প্রকাশ করছে। তার জীবনদর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা মানুষের হৃদয়ে ধারণ করতে হবে। সব ধর্ম ও শ্রেণির মানুষকে একসঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের যে ধারণা তিনি লালন করতেন, সেটিই আমাদের অনুসরণ করা উচিত। তার আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চাওয়ার আহ্বানও জানান আমীর খসরু।
দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ গড়তে চায়। দীর্ঘদিন ধরে দেশের ভেতরে অস্থিরতা বিরাজ করছে, যা থেকে উত্তরণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আক্ষেপ করে বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে গেছে এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে।
ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যের ভিত্তিতে দেশ গঠন করতে হবে এবং উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের ঘরে পৌঁছে যায় তা নিশ্চিত করতে হবে। আগামীর বাংলাদেশে কোনো ধরনের বৈষম্যের স্থান থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।




