দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে শুক্রবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিট থেকে পদ্মা নদীতে ঘন কুয়াশার কারণে নিরাপত্তার স্বার্থে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানিয়েছেন, কুয়াশা কমে আসার পর দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু করা হয়েছে।
প্রায় ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে যানজট কমতে শুরু করেছে এবং চালক-সহ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
ফেরি চলাচল বন্ধ থাকার সময় যাত্রী ও ব্যবসায়ীরা বড় ধরনের সমস্যার মুখোমুখি হন। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।




