ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুরু হয়েছে অমর একেুশে বইমেলা। আজ রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন সবাই।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জনের হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দিয়েছেন। তবে এবার পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়েছে। অর্থমূল্য বাড়িয়ে তিন লাখ টাকা হয়েছে।

আরও পড়ুন : অবাঞ্ছিত লোম দূরীকরনে টমেটোর উপকারিতা

বাংলা একাডেমির সভাপতি ড. আনিসুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সূচনা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লা সিরাজি। এবারের বইমেলা উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং উম্মোচন করা হয়েছে বঙ্গবন্ধু রচিত ‘আমার দেখা নয়া চীন’ গ্রন্থটির মোড়ক।

আনন্দবাজার/এইচ এস কে

 

সংবাদটি শেয়ার করুন