ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

মোবাইল ফোন আমদানিতে বড় ছাড়

মোবাইল ফোন আমদানিতে করহার উল্লেখযোগ্যভাবে কমিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানিয়েছেন, আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।

প্রেসসচিব বলেন, সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে এবং স্থানীয় উৎপাদন উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো আংশিকভাবে রিপাবলিশ করে বাজারে বিক্রি করা হয়। এতে ভোক্তারা প্রতারিত হন এবং সরকারও উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারায়। কর হ্রাসের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং বাজারে এসব ফোনের দামও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

নতুন শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক বিতরণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শক্রমে ইতোমধ্যে ১২৩টি বইয়ের ভুল সংশোধন করা হয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এখন পর্যন্ত মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি বইগুলো পৌঁছে দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন