ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নতুন বছরে নতুন চ্যালেঞ্জ: বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার একনজরে

বাংলাদেশের ক্রিকেটের জন্য ২০২৬ সাল হতে যাচ্ছে এক চরম ব্যস্ত ও চ্যালেঞ্জিং বছর। ২০২৫ সালের দীর্ঘ সূচি শেষ হতেই টাইগাররা নতুন বছরের আন্তর্জাতিক ও ঘরোয়া লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছে। টি–টোয়েন্টি বিশ্বকাপের মেগা আসর থেকে শুরু করে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজ সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট ক্যালেন্ডার যেন এক মুহূর্তের জন্যও ফাঁকা নেই।

বছরের শুরুতে বিশ্বকাপের উত্তাপ

বছরের শুরুতে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল দিয়ে ব্যস্ততা শুরু হলেও আন্তর্জাতিক মিশনের প্রস্তুতি হাতে নিতে হবে টাইগারদের। ফেব্রুয়ারি মাসে ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে দেশ ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। বিশ্বকাপের মঞ্চে ভালো করার লক্ষ্য নিয়েই বছরের শুরুতেই প্রশিক্ষণ ও প্রস্তুতি চলবে।

ঘরের মাঠে পাকিস্তান ও নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ

বিশ্বকাপ শেষ হতেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগের সূচির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার কারণে এই সিরিজটি দুই দফায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। সিরিজে থাকছে ৩টি ওয়ানডে, টি–টোয়েন্টি ও ২ ম্যাচের টেস্ট সিরিজ। মার্চ–এপ্রিল মাসে চলা এই লড়াই টাইগারদের জন্য গুরুত্বপূর্ণ পরীক্ষা।

এরপর এপ্রিলের শেষভাগে ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষে ৩টি ওয়ানডে ও ৩টি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ, যা ঘরের মাঠে বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হচ্ছে।

মাঝবর্ষে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ের কঠিন সফর

জুন মাসে ঘরের মাঠে আসবে অস্ট্রেলিয়া। ৩টি ওয়ানডে ও ৩টি টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ। এই সিরিজ শেষ করেই জুলাইয়ে দলের উড়াল হবে জিম্বাবুয়ের উদ্দেশ্যে।

জিম্বাবুয়ে সফরে টাইগারদের অপেক্ষা করছে দীর্ঘ সূচি ৫টি ওয়ানডে ও ২ ম্যাচের টেস্ট সিরিজ। বিদেশের কন্ডিশনে এই লড়াই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ।

ইউরোপ থেকে ক্যারিবিয়ান শেষ ভাঙা পরীক্ষার মাস

আগস্টের শুরুতে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সেখানে ৩টি ওয়ানডে ও ৩টি টি–টোয়েন্টি খেলবে দল। সেপ্টেম্বরে কিছুটা বিশ্রাম পাওয়া গেলেও অক্টোবরের মাঝামাঝি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলতে হবে টাইগারদের।

নভেম্বর–ডিসেম্বরে কঠিন শর্তে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে আন্তর্জাতিক লড়াই। এখানে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ ২০২৬ সালের ব্যস্ত আন্তর্জাতিক সূচি শেষ করবে।

এরপর বছরের শেষভাগে আবারও শুরু হতে পারে বিপিএলের পরবর্তী আসর। অর্থাৎ বছরের শুরু ও শেষ দুটোই হবে বিপিএলের উত্তাপে ঘেরা।

একনজরে ২০২৬ সালের বাংলাদেশ ক্রিকেট সূচি

জানুয়ারি–ফেব্রুয়ারি: বিপিএল

ফেব্রুয়ারি: টি–টোয়েন্টি বিশ্বকাপ (ভারত ও শ্রীলঙ্কা)

মার্চ–এপ্রিল: পাকিস্তান সিরিজ (হোম)

এপ্রিল (শেষভাগ): নিউজিল্যান্ড সিরিজ (হোম)

জুন: অস্ট্রেলিয়া সিরিজ (হোম)

জুলাই: জিম্বাবুয়ে সফর

আগস্ট: আয়ারল্যান্ড সফর

অক্টোবর: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ (হোম)

নভেম্বর–ডিসেম্বর: দক্ষিণ আফ্রিকা সফর

ডিসেম্বর (শেষভাগ): বিপিএল (সম্ভাব্য)

২০২৬ সাল বাংলাদেশের ক্রিকেটের জন্য ব্যস্ততার বছর নয়, বরং সাফল্য–ব্যর্থতার মানদণ্ড স্থাপন করার এক গুরুত্বপূর্ণ পরীক্ষা। টাইগাররা কতটা সফল হবে এটাই সবচেয়ে বড় অপেক্ষার বিষয়।

সংবাদটি শেয়ার করুন