গতকাল বুধবার আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি জানান, রয়টার্সের এক সাংবাদিক তাকে ভারতের সঙ্গে কোনো যোগাযোগ বা বৈঠক হয়েছে কিনা জানতে চেয়েছিলেন।
তিনি বলেন, “গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতার পর চিকিৎসা শেষে বাসায় ফিরে দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকদের মতো ভারতের দুজন কূটনীতিকও তখন আমাকে দেখতে এসেছিলেন এবং তাদের সঙ্গেও আলাপ হয়েছে।”
জামায়াতের আমির আরও উল্লেখ করেছেন, “আমরা সকল কূটনীতিকের সঙ্গে আলাপ-আলোচনা প্রকাশ করেছি। ভারতের কূটনীতিকদের সঙ্গেও আমরা একই নিয়মে কাজ করতে চেয়েছি। তারা অনুরোধ করেছিলেন যে বৈঠকের বিষয়টি এখন প্রকাশ করা না হোক। আমরা বলেছি, ভবিষ্যতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যে কোনো বৈঠক হবে, তা অবশ্যই প্রকাশ করা হবে। এখানে কোনো গোপনীয়তা নেই।”
শফিকুর রহমান বলেছেন, “কিছু দেশীয় মিডিয়া ভারতীয় কূটনীতিকদের সঙ্গে আমার কোনো গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে। আমি এ ধরনের বিভ্রান্তিকর খবরের তীব্র নিন্দা জানাই এবং ভবিষ্যতে প্রকৃত তথ্য ছাড়া এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাই।”




