বেগম জিয়ার ত্যাগ, সংগ্রাম ও আদর্শকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতে শক্তিশালী ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন, গণতন্ত্রকামী মানুষেরও নেতা। দেশের সবাই তাকে সেই মর্যাদায় স্বীকৃতি দিয়েছেন। অন্যথায় তাকে হারানোর বেদনা কখনো পূর্ণ হবে না।
বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই শঙ্কার কথা জানান।
সালাহউদ্দিন বলেন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই, তবে তিনি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। গণতন্ত্রের মা হিসেবে তিনি খেতাবপ্রাপ্ত এবং আন্তর্জাতিকভাবে ভূষিত হয়েছেন।
বেগম জিয়ার জানাজায় জনসমাগমের বিষয়ে তিনি বলেন,‘রাজধানীতে অসংখ্য মানুষ তার জানাজায় শরিক হয়েছেন আর যারা আসতে পারেননি তারা গয়েবানা জানাজায় অংশ নেন। এটি বিশ্বের এক বৃহত্তম জানাজা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কতজন মানুষ অংশ নিয়েছে তার কোনো সঠিক হিসাব নেই, ভবিষ্যতে হয়তো অনুমানভিত্তিক তথ্য দেয়া যেতে পারে।
সালাউদ্দিন বলেন, পৃথিবীর মানুষ বিশ্বাস করেছে, একজন সাধারণ গৃহিণী কিভাবে গণতন্ত্রের রক্ষক হিসেবে বিশ্বজুড়ে দৃষ্টান্ত স্থাপন করতে পারে। গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি নিজের জীবন, সন্তান ও পরিবারকে ত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, বেগম জিয়ার দেশপ্রেম, ভক্তি এবং মানুষের প্রতি টান অতুলনীয়। তিনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু তার অর্জন এমন উচ্চতায় পৌঁছেছে, যা পৃথিবীর মানুষের মধ্যে খুব কমেরই নাম লেখা আছে।




