সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে জনসাধারণের প্রবেশের জন্য সমাধিস্থল খোলা হয়।
সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সমাধিস্থলে ভিড় জমান। তবে উদ্যান বন্ধ থাকায় তারা তখন ভেতরে প্রবেশ করতে পারেননি। অনেকেই মূল ফটকে দাঁড়িয়ে দোয়া করে ফিরে যান। পরে দুপুরে সমাধিস্থল জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
প্রসঙ্গত, খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসার পর মারা যান। গত ২৩ নভেম্বর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ওইদিন বুধবার সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হয়। রাজধানীর জিয়া উদ্যানে বিকেল ৫টার দিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এর আগে বিকেল ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের এলাকায় জানাজা সম্পন্ন হয়।




