ঢাকা | বুধবার
১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ সিদ্ধান্ত

বাংলাদেশে আসার ক্ষেত্রে চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। করোনা ভাইরাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজ (২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকায় বাংলাদেশে আসার জন্য চীনা নাগরিকদের অন অ্যারাইভাল ভিসা সাময়িক বন্ধ করা হয়েছে। চীনের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী এক মাস ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে তারা ভিসা নিয়ে আসতে পারবে। বাংলাদেশে আসতে হলে তাদের মেডিক্যাল সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত বেড়েই চলেছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। চীনে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩০৪ জনে দাঁড়িয়েছে। আর এই ভাইরাসে চীনে আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৮০ জন।

আনন্দবাজার/তাঅ

সংবাদটি শেয়ার করুন