ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঐক্য সরকারে আগ্রহী জামায়াত: রয়টার্সকে ডা. শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কে সরকার গঠন করবে, কে হবেন প্রধানমন্ত্রী—এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এই প্রেক্ষাপটে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ও দলের অবস্থান তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৩১ ডিসেম্বর) রয়টার্সের প্রকাশিত এ সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়েছে, এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামায়াত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত আগামী নির্বাচনের পর দেশে ঐক্য সরকার গঠনে আগ্রহী।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। সব রাজনৈতিক দল সম্মত হলে আমরা সম্মিলিতভাবে সরকার পরিচালনা করতে প্রস্তুত।”

ঐক্য সরকার গঠিত হলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না—এমন প্রশ্নের জবাবে বলেন, “যে দল নির্বাচনে সর্বাধিক আসন অর্জন করবে, সেই দলের পক্ষ থেকেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। যদি জামায়াত সর্বোচ্চ আসনে জয় পায়, তখন দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত হবে আমি প্রধানমন্ত্রী হব কি না।”

তিনি আরও জানান, প্রস্তাবিত ঐক্য সরকারের প্রতিটি শরিক দলের প্রধান অঙ্গীকার হতে হবে দুর্নীতিবিরোধী অবস্থান। এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান আসন্ন জাতীয় নির্বাচন ছাড়াও সম্ভাব্য ঐক্য সরকার, রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক এবং দুর্নীতিবিরোধী কার্যক্রমসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে নিজের মতামত তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন