ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রশিদ-বরুণ থেকে রুট-রোহিত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে বছর শেষ করলেন যারা

আইসিসি র‍্যাঙ্কিং হলো সেই সূচক যা দেখায় কোন ক্রিকেটার কেমন ফর্মে আছেন। ২০২৫ সালের শেষ মুহূর্তে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ডিংয়ের শীর্ষে যারা অবস্থান করছেন, তাদের তালিকা এক নজরে দেখা যাক।

টেস্ট ব্যাটিং: জো রুট নিজের জায়গা দৃঢ় করে রাখলেন শীর্ষে, ইংল্যান্ডের জন্য আরও সুখবর হ্যারি ব্রুকের দ্বিতীয় স্থানে উঠে আসা। কেইন উইলিয়ামসন তিনে, ট্রাভিস হেড চারে এবং স্টিভ স্মিথ পাচে।

ওয়ানডে ব্যাটিং: ভারতের আধিপত্য অব্যাহত, শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। বিরাট কোহলি দুই ধাপ এগিয়ে দুইয়ে, পরের তিনটি স্থানে আছেন ড্যারিল মিচেল, ইব্রাহিম জাদরান ও শুবমান গিল।

টি-টোয়েন্টি ব্যাটিং: অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য এখন রাজত্ব তার, ফিল সল্ট, তিলক বর্মা, পাতুম নিশাঙ্কা ও জস বাটলার যথাক্রমে সেরা পাঁচে।

টেস্ট বোলিং: শীর্ষে যশপ্রীত বুমরা, এক ধাপ এগিয়ে মিচেল স্টার্ক যৌথভাবে দুইয়ে, পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী দুইয়ে। প্যাট কামিন্স চোটের কারণে পিছিয়ে চার, কিউই পেসার ম্যাট হেনরি পাঁচে।

ওয়ানডে বোলিং: রশিদ খান চূড়ায়, দুইয়ে জফরা আর্চার, তিনে কুলদীপ যাদব, চারে মহেশ তিকশানা, পাঁচে কেশব মহারাজ।

টি-টোয়েন্টি বোলিং: বরুণ চক্রবর্তী শীর্ষে, জ্যাক ডাফি দুইয়ে, রশিদ খান তিনে, আবরার আহমেদ চার, ওয়ানিন্দু হাসারাঙ্গা পাঁচে।

টেস্টে রবীন্দ্র জাদেজা শীর্ষে। ওয়ানডেতে আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই চমক দেখালেন, আর টি-টোয়েন্টিতে অলরাউন্ডিংয়ে সবার ওপরে শেষ করেছেন পাকিস্তানের সাইম আইয়ুব।

সংবাদটি শেয়ার করুন