লাখো মানুষের উপস্থিতিতে রাজধানীতে সম্পন্ন হলো বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা। জনসমুদ্রের মতো ভিড়, শোকস্তব্ধ পরিবেশ এবং এক হৃদয়স্পর্শী নীরবতা মিলিয়ে এটি বাংলাদেশের ইতিহাসে এক বিরল অধ্যায় হিসেবে রেকর্ড হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমও জনস্রোতের খবর গুরুত্ব সহকারে প্রকাশ করেছে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ জানাজার মূল স্থান হিসেবে নির্ধারিত থাকলেও জনস্রোত সংসদ ভবনের এলাকা ছাড়িয়ে ফার্মগেট, বিজয় সরণি, আগারগাঁও, কারওয়ান বাজার, বাংলামোটর, তেজগাঁওসহ আশপাশের কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।
যদিও জানাজার সময় দুপুর ২টা নির্ধারিত ছিল, তা কার্যত অনুষ্ঠিত হয় বিকেল ৩টার কিছু পরে। ভোর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত অগণিত মানুষ প্রিয় নেত্রীকে শেষবারের মতো একনজর দেখতে রাজধানীজুড়ে জনস্রোত তৈরি করে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পড়ান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি উল্লেখ করেছে, দেশের দূর-দূরান্ত থেকে মানুষ জানাজায় অংশ নিতে সংসদ ভবন এলাকায় জড়ো হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরাও খালেদা জিয়াকে শেষ বিদায় দিতে ঢাকায় এসেছেন। জনস্রোত সংসদ ভবন এলাকা ও মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে আগারগাঁও, বিজয় স্মরণি, এলিভিটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত বিস্তৃত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, বিপুল সংখ্যক শোকাহত মানুষ প্রিয় নেত্রীকে বিদায় জানাতে রাজধানী ঢাকায় জড়ো হয়েছেন। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এই সময়ে উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতির কথা উল্লেখ করে বলা হয়েছে, প্রায় ১০ হাজার পুলিশ সদস্য নিরাপত্তা এবং রাস্তায় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেছেন।
দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সকাল থেকেই ঢাকাসহ সারাদেশ থেকে মানুষ সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজায় যোগ দিতে ছুটে আসছিল। ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিরাও খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন।
মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে মানুষ উপস্থিত হন। কয়েক কিলোমিটার দূরে প্রধান রাস্তাতেও জনতার স্রোত দেখা গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, ‘রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা সম্পন্ন, শোকাহত বাংলাদেশ’। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকও খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।




