লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা, যা ঘিরে বিশাল জনস্রোত সৃষ্টি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
খালেদা জিয়ার বিদায়কে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়ে তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় জাতি তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে বিদায় দিয়েছিল। আজ বেগম খালেদা জিয়াকেও একই ধরনের ঐতিহাসিক বিদায় দেওয়া হয়েছে।
জনস্রোতকে কেন্দ্র করে মোস্তফা সরয়ার ফারুকী আরও লিখেছেন, “মানিক মিয়া এভিনিউ-সংসদ ভবন দক্ষিন প্লাজা থেকে শুরু করে একদিকে সোবহানবাগ, অন্যদিকে কারওয়ান বাজার, আরেকদিকে বিজয় সরণী, শ্যামলী হয়ে এই যে জনতার স্রোত—এটি বাংলাদেশের মানুষের কৃতজ্ঞতার প্রকাশ। এটি সবার ভাগ্যে জোটে না।”
জানাজা অনুষ্ঠানটি বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টার পরে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে সম্পন্ন হয়। জানাজার নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক।




