সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অতিরিক্ত ভিড়ের মধ্যে পদদলিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে প্রচণ্ড ভিড় ও গরমের কারণে জানাজায় উপস্থিত অনেক মুসল্লি অসুস্থ হয়ে পড়েন।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে রাজধানীর মানিকমিয়া এভিনিউতে জানাজা অনুষ্ঠিত হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মানিক মিয়া, তিনি ভোলা জেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জানাজা শুরুর আগেই বিপুলসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। সময়ের সঙ্গে সঙ্গে ভিড়ের চাপ বেড়ে গেলে ধাক্কাধাক্কি শুরু হয়। ওই পরিস্থিতিতে মানিক মিয়া মাটিতে পড়ে যান এবং গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) অমৃত জানান, একজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাওয়ার চেষ্টা করছেন, তবে অতিরিক্ত ভিড়ের কারণে তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে বিস্তারিত তথ্য জানানো হবে।




