ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার কফিন কাঁধে তুললেন আজহারী

বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে রাজধানীতে নেমে আসে লাখো মানুষের ঢল, যা রূপ নেয় এক আবেগঘন বিদায়ের মুহূর্তে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয় এই নামাজে জানাজা।

জানাজা শেষে এক বিশেষ মুহূর্তের সাক্ষী হন উপস্থিত জনতা। খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিতে দেখা যায় জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে, যা অনেকের চোখে আবেগের রেশ ছড়িয়ে দেয়।

এরপর মরদেহ জাতীয় সংসদ ভবন সংলগ্ন জিয়া উদ্যানে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। সেখানে তার দাফন বা পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এই জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সরকারের বিভিন্ন উপদেষ্টা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। পাশাপাশি উপস্থিত ছিলেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। দেশজুড়ে আলোচিত এই জানাজা স্মরণীয় হয়ে থাকবে রাজনৈতিক ইতিহাসে।

সংবাদটি শেয়ার করুন