ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের হাতে ভারতের শোকপত্র হস্তান্তর করলেন এস জয়শঙ্কর

বাংলাদেশের জাতীয় রাজনীতিতে প্রভাবশালী বিএনপির সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে প্রতিবেশী দেশ ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শোকবার্তা হস্তান্তর করেন।

এ সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। ভারতের শোকবার্তায় খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানানো হয়েছে।

এর আগে বুধবার সকাল ১১:৩০ মিনিটে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান এস জয়শঙ্কর। বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (আন্তঃসরকারি সংস্থাসমূহ ও কনস্যুলার বিষয়ক) এম ফরহাদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন