ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীর আকাশে রোদ, নগরজীবনে ফিরল স্বস্তি

কয়েকদিনের মেঘলা আকাশের পর রাজধানীর আকাশে আজ উঠল হালকা রোদ। শীতের এই উষ্ণ রোদ নগরবাসীর মাঝে স্বস্তি এনে দিয়েছে, তবে হালকা হিমেল হাওয়া এখনও অনুভূত হচ্ছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় রোদ দেখা গেছে। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস গোপালগঞ্জে, আর সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে টেকনাফে। শীতের শেষ দিনে রোদ আর কুয়াশার এই মিলন নগরবাসীর দিনকে করেছে আরও মনোরম।

সংবাদটি শেয়ার করুন