ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন লোগো ঘোষণা

দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং তহবিল সংকটে বিপর্যস্ত পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত হয়ে গঠিতসম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতাদের নতুন প্রাতিষ্ঠানিক লোগো চূড়ান্ত করেছেকেন্দ্রীয় ব্যাংক জানায়, এই লোগো ব্যাংকের পুনর্গঠন, শাসন সংস্কার এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে। এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকএই পাঁচটি সংকটগ্রস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে নতুন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে গঠিত হয়েছে।

ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় নজিরবিহীন একীকরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। ক্ষুদ্র আমানতকারীরা ২ লাখ টাকা পর্যন্ত যেকোনো সময় উত্তোলন করতে পারবে, বড় অংকের আমানত কিস্তিতে পরিশোধ করা হবে। স্থায়ী আমানত (এফডিআর) স্বয়ংক্রিয় নবায়নের সুবিধা পাচ্ছে, এবং গুরুতর অসুস্থ আমানতকারীদের জন্য মানবিক ভিত্তিতে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা নির্ধারিত হয়েছে। সাত সদস্যের মনোনীত পরিচালনা পর্ষদ ব্যাংকের কার্যক্রম তদারকি করছে। বেইল-ইন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকার আমানত ‘খ-শ্রেণির’ শেয়ারে রূপান্তর করা হয়েছে, যা মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে।

ব্যাংকের বিস্তারিত কার্যক্রম ও রেজল্যুশন স্কিমের উপর ৩০ ডিসেম্বর বিকেল ৫টায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় তা বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন