ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরে ৩৮১ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার

২০২৫ সালে বাংলাদেশের সাংবাদিক সমাজের ওপর সহিংসতাহয়রানির মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছেআইনসালিস কেন্দ্র (আসক)-এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে অন্তত ৩৮১ জন সাংবাদিক বিভিন্ন ধরনের নির্যাতন, হুমকি ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা হয়রানি বা নির্যাতনের শিকার হয়েছেন ২৩ জন, ২০ জন প্রাণনাশের হুমকি পেয়েছেন, এবং প্রকাশিত সংবাদ বা মতামতকে কেন্দ্র করে ১২৩ জন সাংবাদিক মামলা মোকাবিলা করেছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় সরাসরি হামলার শিকার হয়েছেন ১১৮ জন। পাশাপাশি, দুর্বৃত্তদের হাতে তিনজন সাংবাদিক নিহত হয়েছেন এবং চারজনের রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয়েছে।

ধারাবাহিক প্রতিবেদনে দেখা গেছে, ঢাকায় ৯২ জন, চট্টগ্রামে ৫৩ জন, গাজীপুরে ২০ জন, রংপুর ও কুমিল্লায় ২১ জন করে এবং বরিশালে ১২ জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। বাকি ১৬২ জন অন্যান্য জেলা থেকে রিপোর্ট করা হয়েছে। ২০২৫ সালে সাংবাদিকদের ওপর আইনি নিপীড়নের একটি নজির হলো সাংবাদিক আনিস আলমগীরের গ্রেফতার। ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। অভিযোগ ছিল, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশন টকশোতে সরকারের সমালোচনা করেছেন।

আরেকটি আলোচিত ঘটনা হলো জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া। তাকে সেপ্টেম্বর মাসে দায়ের করা মামলায় গ্রেফতার করা হয়। বিষয়টি সাংবাদিক সমাজে এবং নাগরিক পর্যায়ে গণমাধ্যম স্বাধীনতারাজনৈতিক মত প্রকাশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেএছাড়া ২০২৫ সালে গণঅভ্যুত্থান সংক্রান্ত ৩২টি মামলায় অন্তত ১৩৭ জন সাংবাদিককে আসামি করা হয়েছে, যেখানে কয়েকজনকে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ী করা হয়েছে।

আসকের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনা কেবল বিচ্ছিন্ন নয়, বরং সাংবাদিকদের ওপর সহিংসতা ও হয়রানি একটি কাঠামোগত প্রবণতার অংশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক শক্তির চাপের কারণে সাংবাদিকদের স্বাধীনতা, জনস্বার্থে তথ্য পরিবেশ এবং গণতন্ত্রের স্বচ্ছতা সরাসরি হুমকির মুখে পড়েছে। তাই সাংবাদিকদের নিরাপত্তা, আইনি সুরক্ষা এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।

সংবাদটি শেয়ার করুন