আসন্ন সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পদের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হলফনামার তথ্যে দেখা গেছে, তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। হাতে থাকা নগদ অর্থের পরিমাণও মাত্র সাড়ে তিন লাখ টাকার কম।
হলফনামা অনুযায়ী, তার হাতে নগদ অর্থ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। এছাড়া, তার নামে ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। জমিটির প্রাথমিক মূল্য ছিল ৭ হাজার ৫০০ টাকা, তবে বর্তমানে বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা ধরা হয়েছে।
ব্যবসা থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৯ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে সারজিস আলম স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেছেন। হলফনামায় আরও উল্লেখ করা হয়েছে, তার নামে একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে। এছাড়া, তার কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্র এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্য আলাদাভাবে ৭৫ হাজার টাকা করে দেখানো হয়েছে।
তাঁর নামে কোনো আগ্নেয়াস্ত্র নেই। পাশাপাশি, সারজিস আলমের মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা ভবন নেই। ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্ন অনুযায়ী, তার মোট আয় ২৮ লাখ ৫ হাজার টাকা এবং মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা। এই অনুযায়ী তিনি আয়কর হিসেবে ৫২ হাজার ৫০০ টাকা পরিশোধ করেছেন।




