ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হলো গুলশানের বাসভবনে

এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশানে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে হাসপাতাল ত্যাগ করার পর তাকে গুলশান-২ এলাকায় নেওয়া হয়।

সকাল ৮টা ৫৩ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি বের হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টা ১৬ মিনিটে মরদেহটি গুলশান-২ এর নর্থ অ্যাভিনিউয়ে অবস্থিত ১৯৬ নম্বর বাসভবনে পৌঁছায়।

প্রথমে সিদ্ধান্ত ছিল, মরদেহটি তার দীর্ঘদিনের বাসভবন ফিরোজায় নেওয়া হবে। তবে পরে সিদ্ধান্ত পরিবর্তন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে মরদেহ নেওয়া হয়।

এ সময় ওই বাসভবন ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নর্থ অ্যাভিনিউসহ পার্শ্ববর্তী এলাকায় পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। গুরুত্বপূর্ণ সড়ক পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

বাসভবনের সামনে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি বাড়তে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত ছিল।

সূত্র জানায়, গুলশানের বাসভবন থেকে পরবর্তীতে মরদেহটি মানিকমিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। সেখানে দুপুরে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে সাবেক এই প্রধানমন্ত্রীকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে।

সংবাদটি শেয়ার করুন