ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত হওয়া পরীক্ষা নিয়ে যা জানালেন প্রাথমিকের ডিজি

জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই দিনের লিখিত পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, জাতীয় শোক পালনের কারণে ২ জানুয়ারির সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ৯ জানুয়ারিকে সম্ভাব্য তারিখ হিসেবে প্রস্তাব করা হয়েছে। বিষয়টি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হলে শিগগিরই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে বুধবার বিকেলে প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি। বৈঠকে পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন (পিএসসি) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন