ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

টানা মূল্যবৃদ্ধির পর স্বর্ণবাজারে স্বস্তির হাওয়া

টানা কয়েক দফা দাম বাড়ার পর অবশেষে দেশের স্বর্ণবাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক ঘোষণায় জানায়, প্রতি ভরি স্বর্ণের দামে সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে, যা মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে।

সোমবার রাতে বাজুস এই মূল্যহ্রাসের ঘোষণা দেয়। সংস্থাটির মতে, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি কিনতে এখন গুনতে হবে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা।

একই সঙ্গে ১৮ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকায়। সনাতন পদ্ধতির স্বর্ণের ক্ষেত্রে এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা।

তবে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রুপার এক ভরি ৬ হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৯৫৭ টাকা নির্ধারিত রয়েছে।

এছাড়া সনাতন পদ্ধতির রুপার এক ভরির দাম অপরিবর্তিত থেকে ৩ হাজার ৭৩২ টাকাই রাখা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

সংবাদটি শেয়ার করুন