ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরের ২৯ দিনে প্রাবাসী আয় ৩ বিলিয়ন ডলার

চলতি ডিসেম্বর মাসে প্রবাসী আয় প্রবাহে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। মাসের প্রথম ২৯ দিনেই দেশে এসেছে ৩০৪ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ দশমিক ০৪ বিলিয়ন ডলার। এই সময়ে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১০ কোটি ৪৯ লাখ ডলার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ডিসেম্বরের প্রথম ২৯ দিনে প্রবাসীরা মোট ৩০৪ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২৫২ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবাসী আয় প্রবাহে সুস্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন