আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলের জন্য দুশ্চিন্তার খবর। দলের অন্যতম ভরসার বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ (বিবিএল) খেলার সময় হাঁটুর চোটে পড়েছেন।
শনিবার, অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ব্রিসবেন হিটের ম্যাচে, ফিল্ডিং করার সময় ডান হাঁটুর উপর চোট পান শাহিন। খুঁড়িয়ে হাটার পরও ওভার শেষ করে মাঠ ছাড়েন তিনি। এরপর মাঠে ফেরার সম্ভাবনা বন্ধ হয়ে যায়।
পুনর্বাসন ও সতর্কতার পদক্ষেপ
ব্রিসবেন হিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘শাহিনের পুনর্বাসন প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। অ্যাডিলেড থেকে দেশে ফেরার পর তাঁর হাঁটুর আরও বিস্তারিত পরীক্ষা করা হবে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সতর্কতার অংশ হিসেবে আজই শাহিনকে বিগ ব্যাশ থেকে দেশে ফিরিয়ে আনছে। দেশে ফিরে তিনি পিসিবির হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন শুরু করবেন। এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
প্রথম বিগ ব্যাশের অভিজ্ঞতা
এবারই প্রথমবারের মতো বিগ ব্যাশ খেলতে গিয়েছেন শাহিন। তবে শুরুটা প্রত্যাশামতো হয়নি। ৪ ম্যাচে মাত্র ২ উইকেট পেয়েছেন তিনি, আর ইকোনমি রেট ১১.১৯, যা তার জন্য হতাশাজনক।
চোটের কারণে বিশ্বকাপের আগে পাকিস্তান শিবিরে এখন চিন্তার ছাপ পড়েছে। তবে পিসিবি নিশ্চিত করেছে, শাহিনের পুনর্বাসন যথাসম্ভব দ্রুত ও নিরাপদভাবে হবে, যাতে তিনি ফিট অবস্থায় বিশ্বকাপে অংশ নিতে পারেন।




