সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করে ক্ষমা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে জকসু নির্বাচন ও রাজনৈতিক কর্মসূচি নিয়ে মন্তব্য করেন। পোস্টটিতে নানা অভিযোগ ও অনুমানের উল্লেখ থাকায় তা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়ে।
সমালোচনা বাড়লে কিছুক্ষণ পর মিনহাজ পোস্টটি মুছে ফেলেন এবং ক্ষমা চেয়ে একটি বিবৃতি দেন।
বিবৃতিতে তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী, দেশপ্রেমিক ও বিশ্বাসী মানুষের মতোই তাঁর কাছেও অত্যন্ত সম্মাননীয়। কিশোর বয়স থেকেই আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তাঁর নেতৃত্ব ও সাহসিকতা অনুসরণ করে আসছেন বলেও উল্লেখ করেন তিনি।
মিনহাজ বলেন, জকসু নির্বাচন স্থগিতকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে তিনি যে পোস্টটি দিয়েছিলেন, তা ভুল ছিল। এ জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। একই সঙ্গে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে মিনহাজের ওই পোস্টকে ঘিরে ডাকসুর ভেতরেও সমালোচনা দেখা গেছে। ডাকসুর ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম এক ফেসবুক পোস্টে ঘটনার নিন্দা জানিয়ে বলেন, দায়িত্বশীল অবস্থানে থেকে এ ধরনের মন্তব্য দুঃখজনক ও নিন্দনীয়। ভুল স্বীকার করলেও দায়িত্ব ও দায়িত্বশীলতার বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
ঘটনাটি ঘিরে শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।




