ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইংরেজি নববর্ষে আতশবাজি ও পটকা নিষিদ্ধ

ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আতশবাজি, ফানুস ও পটকা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এ নির্দেশনার লক্ষ্য বায়ুদূষণ, শব্দদূষণ ও অগ্নিকাণ্ড রোধ করা।

তথ্য অধিদপ্তরের বরাত দিয়ে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অনুষ্ঠিত পর্যালোচনামূলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা মহানগরসহ সারা দেশে ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে আতশবাজি ফোটানো, ফানুস উড়ানো এবং পটকা ব্যবহার সম্পূর্ণভাবে বারণ।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, এসব কর্মকাণ্ড বায়ু ও শব্দদূষণ ঘটায়, অগ্নিকাণ্ডের ঝুঁকি সৃষ্টি করে এবং পাখির মৃত্যু ঘটাতে পারে, তাই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন