ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলার কোল থেকে চলে গেলেন আমাদের মা

ভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় মৃত্যুবরণ করেছেন বিএনপি চেয়ারপারসনসাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াগত ২৩ নভেম্বর তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন এবং সেদিন থেকে সেখানে চিকিৎসাধীন ছিলেন

খালেদা জিয়ার মৃত্যু সংবাদে হাসপাতালের সামনে ভিড় করেন অসংখ্য নেতাকর্মীতাদের মধ্যে অনেকে কান্নায় ভেঙে পড়েন, কেউ কেউ মাটিতে লুটিয়ে পড়েছেন। একজন নেতাকর্মী বলেন, “আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন। হে বাংলার মাটি, তুমি কী হারিয়েছো !

ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর বিএনপি নেতা হাবিবুর রশিদ হাবিব বলেন, “খালেদা জিয়ার কারণে দেশের মানুষ গণতন্ত্রের স্বপ্ন দেখত। আমরা আশা করি, তার স্বপ্ন দেশের জন্য দেশনায়ক তারেক রহমান পূরণ করবেন।”

খালেদা জিয়া দীর্ঘ চার দশকের বেশি সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী ছিলেন এবং দেশ-বিদেশে নারী প্রধানমন্ত্রীদের মধ্যে বিশেষ জনপ্রিয় ছিলেন। তার মৃত্যুতে দেশবাসী, দলীয় নেতাকর্মী ও অনুসারীরা গভীর শোক প্রকাশ করেছেন

সংবাদটি শেয়ার করুন