বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে গোটা দেশ শোকস্তব্ধ। শোকে নিপাতিত দেশের ক্রিকেটাঙ্গনও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই শোকের আবহে ৩০ ডিসেম্বরের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
বিসিবি জানিয়েছে, স্থগিত ম্যাচ দুটি কবে মাঠে গড়াবে তা চূড়ান্ত করা হয়েছে। মূল সূচিতে ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ ছিল না। তাই দুই ম্যাচই ৩১ ডিসেম্বর নতুন সময়ে মাঠে গড়াবে।
দিনের প্রথম ম্যাচ যা মূলত দুপুর ১টায় হওয়ার কথা ছিল, তা পরিবর্তিত সূচিতে দুপুর ৩টায় শুরু হবে। দিনের দ্বিতীয় ম্যাচ মূলত সন্ধ্যা ৬টায় হওয়ার কথা ছিল, যা নতুন সময় অনুযায়ী রাত ৮টায় মাঠে গড়াবে।
বিসিবির শোক ও সমবেদনা
বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো দেশ শোকাহত।
বিসিবি এক শোক বার্তায় জানায়, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গভীরভাবে শোকাহত। আমরা কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি, তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে যে সহযোগিতা ও অবদান রেখেছেন, তা অমুল্য। তার নেতৃত্বে দেশের ক্রিকেট অবকাঠামো ও খেলাধুলার প্রসার অনেকদূর এগিয়েছে।”
বিসিবি আরও উল্লেখ করেছে, “আজকের অর্জিত অগ্রগতি ও খেলার সম্প্রসারণে বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি ও উৎসাহ অবিস্মরণীয়। এই ক্ষতিতে বিসিবি সমগ্র দেশের সঙ্গে শোকাহত এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তি কামনা করি।”
স্থগিত ম্যাচের নতুন সূচি
শোকের এই আবহে এবং বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিসিবি স্থগিত করেছে বিপিএলের দুই ম্যাচ।
সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস,
ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স,
ম্যাচ দুটি একদিন পরে নতুন সূচি অনুযায়ী মাঠে গড়াবে।




