সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অংশগ্রহণ করবেন।ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ইসহাক দারের আগামীকাল বুধবার ঢাকায় আগমন করার কথা রয়েছে।
পাকিস্তানের উচ্চপর্যায়ের এই প্রতিনিধি দল খালেদা জিয়ার প্রতি দেশটির সমবেদনা জানাতে ঢাকায় আসছে। খালেদা জিয়ার মৃত্যুতে আন্তর্জাতিক মহলে শোকের ছায়া নেমেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসহাক দারের উপস্থিতি দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের গুরুত্বকেও প্রতিফলিত করছে।
খালেদা জিয়ার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং জানাজার প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।




