ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার স্মরণে রাষ্ট্রীয় শোক, জরুরি সেবা ছাড়া সব অফিস বন্ধ

সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি ছুটির মধ্যে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, ডাক সেবা, টেলিফোন ও ইন্টারনেট সেবা, এবং এ সম্পর্কিত যানবাহন ও কর্মচারীরা ছুটির আওতাভুক্ত নয়।

হাসপাতাল, চিকিৎসা সেবা এবং সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্মচারী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনও এই ছুটির আওতাভুক্ত থাকবে। এছাড়া জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিসসমূহও খোলা থাকবে।

ব্যাংক কার্যক্রম ও আদালতের কাজের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

একই সঙ্গে, খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিনের শোক পালন করা হবে। এই সময়ে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

সংবাদটি শেয়ার করুন