ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্থগিত হওয়া জকসু নির্বাচনের নতুন তারিখ চূড়ান্ত

 বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও শিক্ষার্থী সংসদ নির্বাচন ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে অনুযায়ী আগামী ৬ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপাচার্য বলেন, আজকে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জকসু নির্বাচন, তবে বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা এটি পিছিয়ে ৬ জানুয়ারি করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণের মধ্যে বিষয়টি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।

এর আগে, নির্বাচনের আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়া মাত্রই জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয় এবং সেই অনুযায়ী নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীরা তাদের নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন