রাজধানীর একটি হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খালেদা জিয়ার মৃত্যু সংবাদকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
রয়টার্স ও আল-জাজিরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে নানা জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের মতে, তিনি লিভারের সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, বুক ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য ২০২৫ সালের শুরুতে তিনি লন্ডনে যান এবং প্রায় চার মাস অবস্থান শেষে দেশে ফিরে আসেন।
১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া খালেদা জিয়া দীর্ঘদিন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। দুই নেত্রীর মধ্যে কয়েক দশক ধরে ক্ষমতার পালাবদল ঘটে।
বিএনপি তার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং দেশবাসীকে খালেদা জিয়ার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে।




