ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

বাংলাদেশের রাজনীতিতে নেমে এসেছে গভীর শোকের আবহ। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে দেশের সর্বস্তরের মানুষের মতো শোবিজ অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক আবেগঘন পোস্টে তাঁকে স্মরণ করছেন অভিনয়শিল্পী, সংগীতশিল্পী ও নির্মাতারা।

অনেক তারকাই বেগম খালেদা জিয়ার মৃত্যুকে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হিসেবে দেখছেন। তাঁদের মতে, তাঁর বিদায়ের মধ্য দিয়ে গণতন্ত্রের আন্দোলনের একটি দীর্ঘ সময়ের পরিসমাপ্তি ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তাগুলোতে উঠে এসেছে তাঁর নেতৃত্ব, সাহস ও রাজনৈতিক সংগ্রামের কথা।

অভিনেত্রী জয়া আহসান ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বেগম খালেদা জিয়ার প্রয়াণকে দেশের জন্য বড় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। তিনি লেখেন, “বেগম খালেদা জিয়া বড় দুঃসময়ে বিদায় নিলেন। সামনে নির্বাচন, আর গণতন্ত্রের জন্য মানুষের দীর্ঘ অপেক্ষা। এই সময়ে তাঁর উপস্থিতির গুরুত্ব ছিল অনস্বীকার্য।”

রাজনৈতিক ইতিহাসে তাঁর ভূমিকার কথা তুলে ধরে জয়া আহসান আরও বলেন, “সামরিক শাসনবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তিনি ছিলেন এক সাহসী ও দৃঢ় নেতৃত্বের প্রতীক। তাঁর বিদায়ের সঙ্গে দেশের রাজনৈতিক আন্দোলনের একটি বড় অধ্যায় শেষ হলো। তাঁর আত্মা শান্তিতে থাকুক।”

বরেণ্য অভিনেতা তারিক আনাম খান ফেসবুকে লিখেছেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানাই। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা। মহান আল্লাহ সবাইকে এই শোক সইবার শক্তি দিন।”

নগরবাউল জেমস তাঁর ফেসবুক বার্তায় লেখেন, “বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করেন।” একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত অভিনেতা আরিফিন শুভ লেখেন, “দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার বিদায় মানে দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাঁকে উত্তম মর্যাদা দান করুন।”

চিত্রনায়িকা পরীমণি আবেগঘন ভাষায় ফেসবুকে লেখেন, “তিনি চলে গেলেন… তিনি সয়ে গেলেন, তিনি রয়ে গেলেন। তিনি এই মানচিত্রেই থেকে যাবেন। বেগম খালেদা জিয়া, আপনি আসলে জিতে গেছেন।”

এ ছাড়া জিয়াউল ফারুক অপূর্ব, আশনা হাবিব ভাবনা, পূজা চেরি, অপু বিশ্বাস, সিয়াম আহমেদ,  শবনম বুবলী, আরশ খান, রুকাইয়া জাহান চমকসহ আরও অনেক তারকা তাঁদের নিজ নিজ ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার ছবি প্রকাশ করে শোক ও সমবেদনা জানিয়েছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বেগম খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। চিকিৎসায় কিছুটা উন্নতি হলেও বয়সজনিত দুর্বলতা ও একাধিক রোগের জটিলতায় তিনি বারবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

সর্বশেষ গত ২৩ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি আর সাড়া দেননি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের তথ্যমতে, আগামীকাল বুধবার দুপুর দুইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন