সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে দেশের ক্রীড়াঙ্গনেও। এই শোকাবহ পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর মঙ্গলবারের নির্ধারিত দুইটি ম্যাচ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার সকালে এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোকের প্রতি সম্মান জানিয়ে আজকের ম্যাচগুলো আয়োজন করা হচ্ছে না।
বিসিবির সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল স্বাগতিক সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস। একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে লড়াই করার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। তবে উদ্ভূত পরিস্থিতির কারণে এই দুই ম্যাচই স্থগিত করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, স্থগিত হওয়া ম্যাচ দুটি কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে সে বিষয়ে পরবর্তীতে সংশোধিত সূচি প্রকাশ করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুতই নতুন তারিখ ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।
দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের এই সিদ্ধান্তকে মর্যাদাপূর্ণ ও সংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।




