দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগের সব ম্যাচ তিন দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক পালন ও মরহুম নেত্রীর প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিসিডিএম জানায়, আগামী ৩০ ডিসেম্বর, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি এই তিন দিনে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ওই তিন দিনের সব ম্যাচই স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া ম্যাচগুলোর নতুন সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা খালেদা জিয়ার প্রয়াণে ক্রীড়াঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। বিসিবির এই সিদ্ধান্তকে মর্যাদাপূর্ণ ও সম্মানজনক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
স্থগিত হওয়া ম্যাচগুলোর তালিকা
৩০ ডিসেম্বর
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম শেখ জামাল ক্রিকেটার্স
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম ট্রাই স্টেট ক্রিকেটার্স
উত্তরা ক্রিকেট ক্লাব বনাম বিকেএসপি
৩১ ডিসেম্বর
বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাব বনাম লালমাটিয়া ক্লাব
ধানমন্ডি স্পোর্টস ক্লাব বনাম ঢাকা ইউনাইটেড
ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব বনাম বারিধারা ড্যাজলার্স
০১ জানুয়ারি
শাইনপুকুর ক্রিকেট ক্লাব বনাম উত্তরা ক্রিকেট ক্লাব
শেখ জামাল ক্রিকেটার্স বনাম ট্রাই স্টেট ক্রিকেটার্স
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম বিকেএসপি
সিসিডিএম আরও জানায়, পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তীতে সংশোধিত সূচি প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোকে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।




