ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জসিম উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ‘বিদ্রোহী প্রার্থীহওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করে এই সিদ্ধান্ত নেওয়া হয়

সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশে অধ্যাপক জসিম উদ্দিনের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

এর আগে, রবিবার (২৮ ডিসেম্বর) ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন অধ্যাপক জসিম উদ্দিন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে অধ্যাপক জসিম উদ্দিনের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তার অনুসারীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি দীর্ঘদিন ধরে এই আসনে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন এবং অতীতে দলীয় প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

তারা আরও দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অধ্যাপক জসিম উদ্দিন বহু মামলা ও হামলার শিকার হয়েছেন এবং একাধিকবার কারাবরণ করেছেন। এবার তৃণমূলের জনপ্রিয় এই নেতাকে অন্যায়ভাবে দলীয় মনোনয়ন না দেওয়ায় সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

বহিষ্কারাদেশের সত্যতা নিশ্চিত করে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল এবং দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো ধরনের আপস করা হয় না। একই কথা উল্লেখ করে জেলা জামায়াতের আমির আব্দুল করিম জানান, সাংগঠনিক নিয়মনীতি ভঙ্গের অভিযোগে অধ্যাপক জসিম উদ্দিনকে সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন