ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেত্রীর মৃত্যুতে সাত দিনের শোক ঘোষণা

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রীবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেনমঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেনতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপকজেড এম জাহিদ হোসেন

দলীয় প্রধানের মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপিমঙ্গলবার থেকেই আগামী এক সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সঙ্গে এই সময়ে দলের সব পর্যায়ের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়সহ সারা দেশের সব কার্যালয়ে শোক বই খোলা থাকবে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার সকাল ৯টায় দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর এসব কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, ঘোষিত কর্মসূচিগুলো প্রাথমিক। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন