বিপিএলের রোমাঞ্চকর লড়াইয়ে আজ সিলেটের মাঠে একক আধিপত্য দেখাল রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া ১২৫ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৪ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। ৬ উইকেটের এই বড় জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করল রাজশাহী।
রিপন মণ্ডলের স্পেলে ধসে পড়ল নোয়াখালী
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রাজশাহীর বোলারদের তোপের মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। বিশেষ করে তরুণ পেসার রিপন মণ্ডলের বল বুঝতে হিমশিম খেয়েছেন টপ অর্ডারের ব্যাটাররা। মাত্র ১৩ রান দিয়ে তিনি একাই শিকার করেন ৪টি উইকেট। নোয়াখালীর পক্ষে হায়দার আলী (৩৩) ও মাজ সাদাকাত (২৫) কিছুটা লড়াই করার চেষ্টা করলেও নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ১২৪ রান।
মুশফিক-শান্তদের ব্যাটে সহজ জয়
১২৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারালেও বিচলিত হয়নি রাজশাহী। ওপেনার তানজিদ হাসান (২৯) এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (২৪) কার্যকরী ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিম (২৮*) অত্যন্ত ধীরস্থিরভাবে ব্যাটিং করে ১৩ বল হাতে রেখেই দলের জয় নিশ্চিত করেন। নোয়াখালীর হয়ে হাসান মাহমুদ ২টি উইকেট নিলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।
পয়েন্ট টেবিলের চিত্র
এই জয়ের ফলে ৩ ম্যাচে ২ জয় নিয়ে টেবিলের ওপরের দিকে উঠে এলো রাজশাহী। অন্যদিকে, টানা তিন হার নিয়ে টুর্নামেন্টে বেশ বিপাকে পড়ে গেল নোয়াখালী এক্সপ্রেস। মূলত শক্তিশালী বোলিং ইউনিট আর দায়িত্বশীল ব্যাটিংই আজ রাজশাহীকে পূর্ণ পয়েন্ট এনে দিয়েছে।




