ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে নিয়মিত কাজ করে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
এর ধারাবাহিকতায় বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ সংক্রান্ত দিকনির্দেশনা দিতে ডাকসুর উদ্যোগে এবং কনফুসিয়াস ইনস্টিটিউট ও চীনা দূতাবাসের সহযোগিতায় ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ‘Seminar on Higher Studies & Scholarship Opportunities in China’।
সেমিনারটি আয়োজন করা হয় শহীদ শরীফ ওসমান হাদি হল অডিটোরিয়ামে, যা পূর্বে শেখ মুজিবুর রহমান হল নামে পরিচিত ছিল।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি সাওপেঙ। সমাপনী বক্তব্য দেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।
এছাড়া বক্তব্য রাখেন কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই, শিক্ষক নিলু আক্তার, ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টারের পরিচালক ড. মারুফ মোল্লাহ এবং আকিব ইরফান। সেমিনারটি উপস্থাপনা করেন ঢাবি শিক্ষার্থী তাহমিদ বিজয় ও ইসমাত ফারিশা।
বক্তারা তাদের আলোচনায় চীনের উচ্চশিক্ষা ব্যবস্থা, বিভিন্ন স্কলারশিপের সুযোগ, আবেদন প্রক্রিয়া ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। সমাপনী বক্তব্যে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, ডাকসু তার ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতির চেয়েও পাঁচ গুণ বেশি কাজ করে শিক্ষার্থীদের পাশে থাকবে।




