স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা. তাসনিম জারা। তাঁর মনোনয়ন জমার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা নেতা অনিক রায়।
ডা. তাসনিম জারা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অনিক রায় তাঁর প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখছেন। ভোটারদের স্বাক্ষরসংবলিত তালিকা ও মনোনয়নপত্র জমাদানের একটি ছবি ফেসবুকে পোস্ট করে তিনি বিষয়টি জানান।
ফেসবুক পোস্টে ছবির ক্যাপশনে এক শব্দে নিজের অনুভূতি প্রকাশ করেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়। তিনি লেখেন, “Done!”—যা মুহূর্তেই আলোচনার জন্ম দেয়।
এর আগে শনিবার সন্ধ্যায় ডা. তাসনিম জারা ফেসবুকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। ওই পোস্টে তিনি খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসীর উদ্দেশে নিজেকে এলাকার ‘ঘরের মেয়ে’ হিসেবে পরিচয় করিয়ে দেন এবং খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠার কথা উল্লেখ করেন।
পোস্টে তিনি আরও লেখেন, একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষ ও দেশের সেবা করার স্বপ্ন থাকলেও বাস্তব পরিস্থিতির কারণে কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী না হয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।




