রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ কর্মসূচি চলাকালে খেলনা পিস্তলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার রাত পৌনে ৯টার দিকে সমাবেশস্থল থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই রেভ্যুলেশনারী এলায়েন্স (JRA)-এর কেন্দ্রীয় কমিটির এক সদস্য প্রথমে ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে আটক করেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, “ইনকিলাব মঞ্চের সমাবেশ এলাকা থেকে একজনকে খেলনা পিস্তলসহ আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর বেশি আপাতত কিছু বলা যাচ্ছে না।”
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।




