ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

উপদেষ্টা হিসেবে পদত্যাগের যে কারণ জানালেন মাহফুজ

সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। তিনি আগে থেকেই ঘোষণা করেছিলেন যে, ভোটের মাঠে তিনি নামবেন না।

আজ সোমবার বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে মাহফুজ আলম বলেন, “আমি তো শুরু থেকেই বলেছি, নির্বাচনে অংশ নেব না। এজন্যই আমি সরকারের পদ থেকে সরে যেতে চাইনি।”

সরকার থেকে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, “আমি নিজে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে যে, যদি ছাত্র প্রতিনিধিরা থাকেন, তবে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা থাকবে। এজন্য আমি পদত্যাগ করেছি। তবে নির্বাচন না করার সিদ্ধান্তটি আমার আগের থেকেই ছিল।”

মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ইতিমধ্যেই লক্ষ্মীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে মাহফুজ আলম বলেন, “তিনি এনসিপির নেতা, তাই তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। আমার পক্ষ থেকে এখানে কিছু বলার নেই।”

ফেসবুকে প্রকাশিত এক ঘোষণায় মাহফুজ আলম উল্লেখ করেছিলেন যে, নাগরিক কমিটি এবং এনসিপি গঠনে তিনি অংশ নিয়েছেন, কিন্তু নিজে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন না।

গত ১০ ডিসেম্বর মাহফুজ আলম ও উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেছিলেন। এর মধ্যে আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন