দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে আজ সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১১১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, শিক্ষকবৃন্দের শিল্পকর্ম প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, অধ্যাপক ড. মামুন আহমেদ এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।
উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের জাতীয় সত্তার অবিচ্ছেদ্য অংশ। সংকটকালে তাঁর শিল্পকর্ম জাতির বাস্তবতা তুলে ধরেছে এবং এ ধরনের আয়োজন জাতিকে ঐক্যবদ্ধ করতে সহায়ক।
এ উপলক্ষে ওসমান জামাল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে স্মারক বক্তৃতা দেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. শেখ মনির উদ্দিন।




