ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পোস্টাল ভোট ব্যবস্থায় ব্যাপক সাড়া মিলছে। দেশে ও বিদেশে অবস্থানরত ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে চালু করা ‘Postal Vote BD’ অ্যাপে প্রতিদিনই বাড়ছে নিবন্ধনের সংখ্যা, যা নির্বাচন ব্যবস্থায় নতুন এক গতি সঞ্চার করেছে।
নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হিসাব অনুযায়ী, সোমবার বিকেল ৪টা পর্যন্ত মোট ৯ লাখ ৫১ হাজার ৮০৮ জন ভোটার সফলভাবে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। ইসি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ভোটে আগ্রহ সবচেয়ে বেশি। নিবন্ধনের দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব, যেখানে বসবাসরত ১ লাখ ৭৭ হাজার ৫৮৩ জন বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য আবেদন করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) এবং তৃতীয় অবস্থানে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।
দেশের ভেতরেও উল্লেখযোগ্য সংখ্যক ভোটার পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন। অভ্যন্তরীণভাবে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩ লাখ ৫৫ হাজার ৯১৩ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবীই সর্বাধিক—৩ লাখ ১ হাজার ৭১ জন। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৪৬ হাজার ৮০০ জন কর্মকর্তা-কর্মচারী, ৪ হাজার ৩৬৭ জন আনসার ও ভিডিপি সদস্য এবং আইনি হেফাজতে থাকা ৩ হাজার ৬৭৫ জন ভোটারও তালিকাভুক্ত হয়েছেন।
নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম আগামী বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত চলবে। সময়সীমার মধ্যে যোগ্য ভোটারদের আবেদন সম্পন্ন করার জন্য কমিশনের পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।




