ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুর রাইডার্সের দাপুটে জয়ে বিপিএল ১২তম আসরে পথচলা শুরু

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএল ১২তম আসরের পঞ্চম ম্যাচে রংপুর রাইডার্স চট্টগ্রাম রয়্যালসকে মাত্র ১০২ রানে অলআউট করে ৭ উইকেটে বড় ব্যবধানের জয় নিশ্চিত করেছে। এই জয়ে রংপুর পয়েন্ট টেবিলে ফায়দাজনক অবস্থান অর্জন করেছে।

চট্টগ্রামের ব্যাটিং বিপর্যয়

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রয়্যালস শুরু থেকেই রংপুরের দাবিদার বোলিং ও নিখুঁত ফিল্ডিংয়ের চাপের মুখে পড়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে তারা মাত্র ১০২ রানে অলআউট হয়ে যায়।

পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত মানসম্মত স্কোরও গড়তে ব্যর্থ হয়। রংপুরের বোলাররা প্রতিটি ওভারে চট্টগ্রামের ব্যাটারদের কোনো সুযোগই দেয়নি।

সহজ লক্ষ্য, সাবলীল তাড়া

১০৩ রানের স্বল্প লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্স একটুও চাপের মুখোমুখি হয়নি। যদিও শুরুতেই ওপেনার একজন হারালেও টপ অর্ডার ব্যাটারদের দায়িত্বশীল ও সাবলীল ব্যাটিং দলকে সহজ জয় এনে দিয়েছে।

শেষ পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে রংপুর ১০৭ রান তুলে নেয়।

ম্যাচের সারসংক্ষেপ

রংপুর রাইডার্স ৩০ বল হাতে রেখে ৭ উইকেটের বড় জয় নিশ্চিত করেছে। চট্টগ্রামের বোলাররা লড়াই করার চেষ্টা করলেও স্বল্প স্কোরে কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

এই জয়ের ফলে রংপুরের আত্মবিশ্বাস ও রানরেটের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

সংবাদটি শেয়ার করুন