বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়নের জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “প্রত্যেকে যার যেখানে অবস্থান আছে, সেখান থেকে এগিয়ে আসুন, আমরা একসাথে আমাদের দেশকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।”
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি উপস্থিত হয়ে জনগণের উদ্দেশ্যে এই বক্তব্য দেন।
বিকেল সাড়ে ৩টার দিকে তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। তার আগমনে কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে।
কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশের সময় নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে নানা স্লোগান দেন। দীর্ঘ সময় পর তারেক রহমানের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।




