পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বর্তমান কারাবন্দী অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের নির্যাতন বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার অ্যালিস জিল এডওয়ার্ডস। তিনি তীব্র সমালোচনা করে বলেছেন, বুশরা বিবির আটক পরিবেশ ন্যূনতম আন্তর্জাতিক মানের অনেক নিচে।
জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদিয়ালা কারাগারে তাকে ছোট, বাতাস চলাচলহীন ও নোংরা কক্ষে রাখা হয়েছে। কক্ষটি অতিরিক্ত গরম, পোকামাকড় ও ইঁদুরে ভরা এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায়ই অন্ধকার থাকে। বুশরা বিবিকে নোংরা পানীয় জল ও অতিরিক্ত মরিচযুক্ত খাবার দেওয়া হচ্ছে, যার কারণে তার ওজন প্রায় ১৫ কেজি কমে গেছে। পাশাপাশি তার দাঁতের ফোঁড়া ও পাকস্থলীর আলসারসহ অন্যান্য রোগের চিকিৎসা হচ্ছেনা।
এডওয়ার্ডস বলেন, “এ ধরনের পরিস্থিতি কোনো বন্দির জন্য ন্যূনতম আন্তর্জাতিক মানের নিচে। রাষ্ট্রের দায়িত্ব হলো তার স্বাস্থ্য ও মানবিক মর্যাদা রক্ষা করা।” তিনি আরও জানান, বুশরা বিবিকে দিনে প্রায় ২২ ঘণ্টা নিঃসঙ্গ রাখা হয়, কখনো টানা ১০ দিনের বেশি একাকী থাকতে হয়। এ সময় তাকে ব্যায়াম, বইপত্র, আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।
বিশেষ প্রতিবেদক এ বিষয়টি পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, বুশরা বিবি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী। ইমরান খান ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন এবং ২০২৩ সালের আগস্ট থেকে তিনিও কারাবন্দি রয়েছেন।




